এই মুহূর্তে জেলা

২৪ঘন্টা নয় ৮ঘন্টা কাজের দাবী সহ সরকারী চাকরীর স্বীকৃতির দাবীতে তুমুল আন্দোলনে নামলো আশা কর্মীরা।

হুগলি, ১০ ডিসেম্বর:- ২৪ ঘন্টা নয় ৮ ঘন্টা কাজের দাবী সহ সরকারী চাকরীর স্বীকৃতির দাবীতে তুমুল আন্দোলনে নামলো আশা কর্মীরা। শুক্রবার হুগলীর জেলার সমস্ত আশা কর্মীরা কাজ বন্ধ করে সদর শহর চুঁচুড়ার ঘড়ির মোড়ে বিক্ষোভে সামিল হয়। নিজেদের দাবী-দাওয়া নিয়ে চলে বিক্ষোভ। রাস্তার উপর বসে পরেন বেগুনী শাড়ি পরিহীতা মহিলারা।

এখান থেকেই এক প্রতিনিধি দল হুগলীর জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। এদিন ঘড়ির মোড়ে আশা কর্মীদের নিয়ে রাজ্য সরকারের নয়া নির্দেশিকা পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। এরপর এখান থেকে মিছিল করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে যাওয়ার কথা আশা কর্মীদের।