এই মুহূর্তে কলকাতা

গঙ্গাসাগর মেলায় অসুস্থ মানুষকে উদ্ধারের জন্য হেলিকপ্টার ভাড়ার সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ৯ ডিসেম্বর:- গঙ্গাসাগর মেলার সময় হঠাৎ অসুস্থ বা আহত মানুষদের দ্রুত উদ্ধার করে নিয়ে আসার জন্য রাজ্য সরকার হেলিকপ্টার ভাড়া করার সিদ্ধান্ত নিয়েছে। ১০ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত সাতদিনের জন্য দুই ইঞ্জিনের হেলিকপ্টার ভাড়া করা হবে। এর জন্য ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে রাজ্য পরিবহন দফতর। ২৯ ডিসেম্বর পর্যন্ত এর জন্য আবেদন করা যাবে। গঙ্গাসাগর মেলায় কেউ অসুস্থ হয়ে পড়লে বা অন্য কোনো আপৎকালীন প্রয়োজনে ওই হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে বলে দফতর সূত্রে জানা গিয়েছে। সেজন্য ভাড়ায় হেলিকপ্টার নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।