এই মুহূর্তে জেলা

আগামীকাল থেকে শুরু হতে চলেছে ১৫ তম কোন্নগর বইমেলা।

হুগলি, ৯ ডিসেম্বর:- আগামীকাল বেলা তিনটেয় স্থানীয় কালিতলা মাঠে ১৫ তম কোন্নগর বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, ইন্দ্রনীল সেন, বেচারাম মান্না, রত্না দে নাগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় কাঞ্চন মল্লিক, স্নেহাশিস চক্রবর্তী, ডক্টর সুদীপ্ত রায় সহ অন্যান্যরা। আজ কোন্নগর পুর ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন কোন্নগর পৌরসভার মুখ্যপ্রশাসক তন্ময় দেব। তিনি জানান আগামী কাল থেকে শুরু হওয়া এই বইমেলা এবং পুষ্প প্রদর্শনী চলবে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত।

প্রতিবছরের মতো এবারও কলকাতা তথা পশ্চিমবঙ্গের প্রথম শ্রেণীর সবকটি প্রকাশনা সংস্থা সহ প্রায় চল্লিশটি প্রকাশক ও পুস্তক ব্যবসায়ী মেলায় উপস্থিত থাকবেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর ভারতীয় জাদুঘর এশিয়াটিক সোসাইটিও এবারের মেলায় থাকছে। প্রতিবারের মত এবারেও মেলায় প্রতিদিন বিভিন্ন আলোচনা চক্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বিড়লা টেকনিক্যাল মিউজিয়াম সহ অন্যান্য প্রতিষ্ঠানের এক অভিনব বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন থাকছে, মেলায় সাংস্কৃতিক মঞ্চে শ্রীকান্ত আচার্য শুভমিতা সহ প্রথিতযশা শিল্পীরা এসে সংগীত পরিবেশন করবেন। এবারের মেলার মূল মঞ্চের নামকরন হবে রাজা রামমোহন রায়ের ২৫০ বছর আবির্ভাব উপলক্ষ্যে। মেলার মূল তোরণটি হবে স্বাধীনতার ৭৫ তম পূর্তি উপলক্ষ্যে। তন্ময় বাবু জানান কোভিড বিধি মেনে এই মেলা অনুষ্ঠিত হবে।