সুদীপ দাস , ৮ ডিসেম্বর:- আগামী ১১তারিখ থেকে শুরু হতে চলেছে হুগলী-চুঁচুড়া বইমেলা। চুঁচুড়া ময়দানে আয়োজিত এই বইমেলা চলবে ১৯শে ডিসেম্বর পর্যন্ত। প্রাক্তন সাংসদ প্রয়াত অনিল বসুর হাত ধরে শুরু হওয়া এই বইমেলা এবারে ১৩তম বর্ষে পদার্পন করতে চলেছে। বইমেলা স্বার্থক করে তুলতে বই ও সুস্থ সংস্কৃতির লক্ষ্যে আগামী ১০তারিখ চুঁচুড়া পিপুলপাতি থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে। গতবারের মত এবারেও কোভিড বিধিকে মান্যতা দিয়েই মেলার আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের দাবী। বুধবার এই বইমেলা নিয়ে এক সাংবাদিক বৈঠক আয়োজিত হলো চুঁচুড়ার জ্যোতিষ ভবনে। উপস্থিত ছিলেন মেলা কমিটির সম্পাদক গোপাল চাকী, সভাপতি নরেন দে, কার্যকরী সভাপতি ডাঃ অক্ষয় আঢ্য, যুগ্ম-সম্পাদক বিজয় মুখার্জী প্রমুখ। এবছর ৭০টি বইয়ের স্টল থাকার কথা।
তবে এবারে হুগলী-চুঁচুড়া বইমেলার বিশেষ চমক “নয়া উদ্যোগ” প্রকাশনী সংস্থার হাত ধরে বাংলাদেশের বইয়ের সম্ভার। পাশাপাশি দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ। তাই ছোটদের বইয়ের প্রতি আগ্রহ বাড়াতে এবছর তিন থেকে দশ বছর পর্যন্ত শিশুদের জন্য থাকছে বিশেষ অনুষ্ঠান “হৈ চৈ”! যেখানে জেলা তথা রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অভিভাবকরা তাঁদের শিশু সন্তানদের নিয়ে আসবে। সম্পাদক গোপাল চাকী বলেন কোলকাতা বইমেলার বাইরে রাজ্যের মধ্যে হুগলী-চুঁচুড়া বইমেলাতেই এই প্রথম আয়োজিত হবে বিশেষ অনুষ্ঠান “শব্দবাজি”। এ কোন আতসবাজি নয় এ হলো শব্দের খেলা। মেলা কমিটির সভাপতি প্রাক্তন মন্ত্রী নরেন দে বলেন প্রতিভা যদি বিকশিত না হয়, তাহলে সেটা যন্ত্রনাদায়ক। বই বিকিকিনির পাশাপাশি হৈ চৈ সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মানুষের প্রতিভাকে তুলে ধরার সুযোগ থাকছে এই বইমেলায়।