এই মুহূর্তে জেলা

হাওড়ায় সাফাই অভিযান পুরনিগমের তরফ থেকে।


হাওড়া, ৭ ডিসেম্বর:- মঙ্গলবার হাওড়ার রামরাজাতলা, সাঁত্রাগাছি, খুরুট সহ বিভিন্ন এলাকায় সাফাই অভিযান চালায় পুরনিগমের সাফাই বিভাগের কর্মীরা। এদিন নেতাজি সুভাষ রোড, মহেন্দ্র ভট্টাচার্য রোড, শাস্ত্রী নরেন্দ্রনাথ গাঙ্গুলী রোড, রামচরণ শেঠ রোড সহ বিভিন্ন এলাকায় এই অভিযান চলে হাওড়া পুরনিগমের সাফাই বিভাগের সহায়তায়। পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী জানান, মঙ্গলবার আমরা মল্লিক ফটক থেকে শুরু করে রামরাজাতলা পর্যন্ত পুরো এলাকায় সাফাই অভিযান করেছি। রাস্তাঘাট, ভ্যাটগুলো নিয়মিত পরিষ্কার রাখতে উদ্যোগী হাওড়া পুরনিগম। পুরনিগমের লক্ষ্য হাওড়াকে গ্ৰীন ও ক্লিন সিটি গড়া।

অনেকেই নির্দিষ্ট ভ্যাটে ময়লা না ফেলে রাস্তার ধারে ময়লা জমা করে রাখেন। এই ময়লা উপচে ড্রেনে পড়ে। এতে নিকাশির সমস্যা হয়। এবার এর বিরুদ্ধে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে হাওড়া পুরনিগম। সাফাই বিভাগের বিভাগের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হচ্ছে। রাস্তাঘাটে ময়লা যাতে কেউ না ফেলেন যাতে সকলে নির্দিষ্ট ভ্যাটে ময়লা ফেলেন পুরসভার তরফ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। যে সমস্ত জায়গা থেকে অভিযোগ আসছে সেখানে পুরসভার সাফাই বিভাগের কর্মীরা গিয়ে রাস্তা থেকে সেই ময়লা পরিষ্কার করে দিচ্ছেন। ১৫ দিন অন্তর সেখানে ভিজিটও করা হচ্ছে।