এই মুহূর্তে জেলা

জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে ‘ম্যাজিক মিট’ হাওড়ায়।

হাওড়া, ৬ ডিসেম্বর:- জাদু শিল্পকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এলো হাওড়া ম্যাজিক সার্কেল। রবিবার হাওড়ার রামরাজাতলার বাণী নিকেতন ইনস্টিটিউট হলে সংস্থার তরফ থেকে সারাদিন ব্যাপী এক ‘ম্যাজিক মিট’ এর আয়োজন করা হয়। শুধু বাংলার নয়, বাংলার বাইরের বিভিন্ন রাজ্য থেকেও জাদুকরেরা এই ‘ম্যাজিক মিট – ২০২১’ এ অংশ নেন। অনুষ্ঠানে জাদু নিয়ে আলোচনা, জাদু বিষয়ক বক্তৃতা, জাদু প্রতিযোগিতা ও জাদু প্রদর্শনীর আয়োজন করা হয়। সন্ধ্যায় হয় ‘গ্র‍্যান্ড গালা ম্যাজিক শো’। অনুষ্ঠান কক্ষের বাইরে ছিল জাদু বিষয়ক একাধিক স্টল।

এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কার্যকরী সভাপতি জাদুকর বিশ্বজিৎ চক্রবর্তী, সহ সভাপতি জাদুকর জে পি ব্যানার্জি, যুগ্ম সম্পাদক জাদুকর বি. কুমার, বিজয় জয়সোয়াল, সহ সম্পাদক জাদুকর সুরজিৎ ঘোষ সহ অন্যান্যরা। যুগ্ম সম্পাদক জাদুকর বি. কুমার বলেন, “প্রতি বছর আমরা হাওড়া ম্যাজিক সার্কেলের তরফ থেকে ম্যাজিক মিট এর আয়োজন করি। এই মিটের মাধ্যমে আমরা পরষ্পর পরষ্পরের ম্যাজিক বিষয়ক ভাবনাচিন্তা, সুবিধা অসুবিধার কথা আদান-প্রদান করি। কিভাবে জাদু শিল্পের আরও প্রসার ঘটানো যায় তা নিয়েও আলোচনা হয়। এখানে বাংলার পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকেও জাদুকরেরা এসেছিলেন। গত বছর কোভিড পরিস্থিতিতে আমরা সংস্থার তরফ থেকে ৩০ জন জাদুকরকে আর্থিকভাবে সাহায্য করেছি। রাজ্য সরকারের কাছে আমাদের আবেদন মানুষের বিনোদনের অন্যতম সঙ্গী ম্যাজিক শো’র মতো সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে চালু থাকে।”