হুগলি, ৫ ডিসেম্বর:- শ্রমিক অসন্তোষে বন্ধ হয়ে ভদ্রেশ্বরের শ্যামনগর নর্থ জুটমিল। কাজ হারালো প্রায় সাড়ে চার হাজার শ্রমিক।এই জুট মিলের ড্রইং বিভাগের আট জন শ্রমিক কে ম্যানেজমেন্ট বাইরে বের করে দেয়। এরা অস্থায়ী শ্রমিক। কিন্তু দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এই কারনে কারখানার মধ্যে অশান্তির বাতাবরনের সৃষ্টি হয়। এই অস্থায়ী শ্রমিকদের কাজের দাবিতে একজোট হয় সব বিভাগের শ্রমিক। প্রথমে ড্রইং এরপর আস্তে আস্তে অন্যান্য ডিপার্টমেন্টে কাজের গতি থমকে যায়। রবিবার সকালে মর্নিং শিফটে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় ম্যানেজমেন্ট। শ্রমিক ইউনিয়ন আই এন টি টি ইউ সির সম্পাদক লালবাবু সিং জানান তাদের না জানিয়ে মিল বন্ধ করল। এটা অন্যায়। আমরা ডি এল সি এসডিও কাছে যাব। অন্যদিকে রামাশংকর রায় জানায় কোম্পানি শ্রমিকদের কথা শোনেনি তাই শ্রমিকরা মিল বন্ধ করে দিলেও কোম্পানি আলোচনা না করে বন্ধের নোটিশ ঝুলিয়ে দিল।
