এই মুহূর্তে জেলা

প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ফেরি চলাচল খানাকুলে।


খানাকুল, ৫ ডিসেম্বর:- নিম্নচাপের জেরে সকাল থেকেই টানা বৃষ্টি। প্রাকৃতিক দুর্যোগে ঘরবন্দী মানুষ। জীবনের ঝুঁকি নিয়েই চলছে ফেরিঘাট। প্রবল বৃষ্টিতে ঘাট মালিক প্রশাসনিক নিষেধাজ্ঞা অমান্য করেই একপ্রকার ফেরি চলাল বহাল রেখেছে বলে অভিযোগ উঠছে। এই দৃশ্য দেখা যাচ্ছে হুগলি জেলার খানাকুলের জগৎপুরে। জানা গেছে, ঘূর্নিঝড় জাওয়াদের দেখা না মিললেও প্রবল বৃষ্টিপাত চলছে জেলা জুড়ে। কিন্তু প্রশ্ন উঠছে, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও কিভাবে ফেরিচলাচল চলছে। খানাকুলের জগৎপুর ফেরিঘাটে এই ভাবে ঝুঁকি নিয়ে ফেরিচলাচল করায় অসন্তোষ প্রকাশ করেছে এলাকার বুদ্ধিজীবী মহলের একাংশ।

তাদের দাবী যদি বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে তার দায় কে নেবে। যদিও ফেরিঘাটের মাঝির দাবী, গরীব মানুষ। খেটে খাই। একদিন কাজ না হলে ছেলে মেয়েদের মুখে খাবার দিতে পারবো না। অন্যদিকে দুর্যোগকে মাথায় নিয়ে কাজে বের হওয়া একজন মহিলা জানান, বৃষ্টি হলেও আমাদের বাইরে কাজ করতে বের হতে হয়। অসহায় অবস্থার মধ্যে দিন কাটাতে হয়।আয়ুর্বেদিক সংস্থায় কাজ করি। না বের হলে ছেলে মেয়েরা খেতে পাবে না। সবমিলিয়ে ঝুঁকি নিয়েই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও ফেরি চলাচল খানাকুলে।