এই মুহূর্তে কলকাতা

রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে , কলকাতার ভোটের দায়িত্ব রাজ্যের সশস্ত্র পুলিশের হাতে রাখতে চায় কমিশন।

কলকাতা, ৪ ডিসেম্বর:- রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্নই নিয়ন্ত্রণে। রাজ্যকে অশান্ত করার জন্য প্রধান বিরোধী দলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে অখন্ড শান্তি স্থাপিত হয়েছে পাহাড় থেকে সমতলে। তাই কলকাতা পুরসভার আসন্ন নির্বাচনে নিরাপত্তা রক্ষার দায়িত্ব রাজ্যের নিজস্ব সশস্ত্র পুলিশের হাতেই রাখতে চায় রাজ্য নির্বাচন কমিশন। তাদের মতে খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অবাধ পুর নির্বাচনের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন সেখানে অশান্তির কোনও সম্ভাবনা রুখতে সর্বোচ্চ শক্তি নিয়েই ঝাঁপাবে প্রশাসন। পুরভোটে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হবে প্রশাসনের তরফে সেই ব্লু প্রিন্ট আজই জমা পড়ার কথা নির্বাচন কমিশনের কাছে। তারপরেই বিস্তারিত আলোচনা হবে এই বিষয়ে। শুক্রবারে কলকাতার যুগ্ম কমিশনার সদরের সঙ্গে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার।

তার ভিত্তিতেই এদিন কমিশনের কাছে নিরাপত্তা সংক্রান্ত খুটিনাটি তথ্য সমন্বিত রিপোর্ট জমা দেওয়া হবে প্রশাসনের তরফে। তার ভিত্তিতেই সোমবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে বসবে রাজ্য নির্বাচন কমিশন। রবিবার দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসকের সঙ্গে নিরাপত্তা সম্পর্কিত বৈঠক করেন। আগামী সোমবার রাজ্য ও কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক এর সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। নিরাপত্তা বাহিনী মোতায়েন থেকে শুরু করে ভোটের যাবতীয় প্রস্তুতি নিয়ে ওই বৈঠকে আলোচনা হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। কলকাতা পুরসভার নির্বাচনে মোট ৩২ হাজার পুলিশ মোতায়েন থাকবে। কলকাতা পুলিশ থাকবে ২৭ হাজার এবং রাজ্য পুলিশ থাকবে ৫ হাজার। শেষবার কলকাতা পুরসভা নির্বাচনে এই একই বাহিনী ছিল এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে।