এই মুহূর্তে জেলা

একদিনের আটদলীয় ফুটবল প্রতিযোগিতা আরামবাগে।

আরামবাগ, ৪ ডিসেম্বর:- একদিবসীয় আটদলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আরামবাগের পারুল মাঠে।আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি পরিচালনায় এবং এই সংগঠনের সভাপতি উত্তম কুন্ডুর উদ্যোগে এই ফুটবল প্রতিযোগিতা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি উত্তম কুন্ডু, হুগলি জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহেবুব রহমান, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী,আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া, কর্মাধ্যক্ষ দিপক মাঝি, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরাসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

এই এক দিবসীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলি হলো মানকুন্ডু স্পোটিং ক্লাব, ধনিয়াখালি ইয়ং অ্যাসোসিয়েশন, রিংকে একাদশ (সৌজন্যে – অ্যালি স্পোর্টস), কুমারগ্রাম একাদশ (সৌজন্যে মীর চঞ্চল), খান ট্রেডার্স- বর্ধমান, শতরুপ একাদশ, বলাই চন্দ্র শীল ডিজাইনার প্যালেস, গুড়াপ অল আদিবাসী।এই বিষয়ে তৃনমুল নেতা উত্তম কুন্ডু জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে কাজ করতে নির্দেশ দিয়েছেন। কোভিড প্রোটোকল মেনে আরামবাগের তৃনমুল নেতৃত্বকে সঙ্গে নিয়ে এলাকার মানুষকে ফুটবল খেলায় উৎসাহিত করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সবমিলিয়ে এই ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই এলাকার মানুষের মধ্যে উৎসাহ বেশ চোখে পড়ার মতো।