এই মুহূর্তে জেলা

জাওয়াদের সতর্কতায় সকাল থেকেই এন,ডি,আর,এফের রুটমার্চ আরামবাগে।

আরামবাগ, ৪ ডিসেম্বর:- ঘূর্ণিঝড় জাওয়াদের ভ্রুকুটি। সকাল থেকেই আবহাওয়ার মুখভার। ঝিরঝিরে বৃষ্টিপাত শুরু। তবে জাওয়াদের তান্ডব সমুদ্র উপকুলে শুরু হলেও সমতল এলাকায় সেই ভাবে এখনও শুরু হয়নি। কেবল ঝিরঝিরে বৃষ্টিপাত শুরু হয়েছে। চারিদিকে মেঘলা আকাশ। সঙ্গে জাওয়াদের সতর্কবার্তায় আতঙ্কিত মানুষ। তবে আরামবাগ মহকুমা প্রশাসনের তরফ থেকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি সকাল থেকেই এনডিআরএফের একটি দল রুটমার্চ শুরু করেছে।

নদীবাঁধ এলাকার মানুষদের বিশেষ ভাবে সতর্কবার্তা দেওয়া হয়।এনডিআরএফের দলটি ইতিমধ্যেই মাইকিং শুরু করেছে এবং সাধারণ মানুষকে বাড়ির মধ্যে থাকার পাশাপাশি ঝড় হলে কি কি করনীয় সেই সম্পর্কে বার্তা দিচ্ছে। এদিন আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গা তারা পরিদর্শন করেন এবং সাধারণ মানুষের সাথে কথা বলেন। আরামবাগের কালিপুর থেকে শুরু করে পল্লীশ্রী, সুজলপুরসহ বিভিন্ন জায়গায় তারা রুটমার্চ করেন এবং মাইকিং করেন।সবমিলিয়ে এই দুর্যোগপুর্ন আবহাওয়ায় এনডিআরএফের দল আসায় অনেকটাই ভয় কেটেছে এলাকার মানুষের।