এই মুহূর্তে জেলা

বিনা নোটিশে শেষ মুহূর্তে ফেরি পরিষেবা বন্ধ করায় বিপাকে যাত্রীরা।


সুদীপ দাস, ৪ ডিসেম্বর:- লঞ্চ ঘাট বন্ধ করা নিয়ে শেষ মুহুর্তে টনক নড়লো জেলা প্রশাসনের। শনিবার প্রথম লঞ্চ পারাপারের পর হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হলো লঞ্চ পরিষেবা। ফলে চরম ভোগান্তি যাত্রীদের। ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়া লঞ্চঘাটের। হুগলীর চুঁচুড়া ও উঃ ২৪পরগনার নৈহাটির মধ্যে এই লঞ্চ পরিষেবা জেলার সবকটি ফেরী পরিষেবার মধ্যে অন্যতম। প্রতিদিন হাজার হাজার মানুষ এই লঞ্চ পার হয়ে যাতায়াত করেন। গতকালও লঞ্চ স্বাভাবিকভাবে চলেছে। আজ সকাল ৬টায় চুঁচুড়া থেকে নৈহাটির উদ্দেশ্যে প্রথম লঞ্চ ছাড়া হয়।

এরপর ৬টা বেজে ১৫ মিনিটে নৈহাটি থেকে চুঁচুড়ার উদ্দেশ্যে প্রথম লঞ্চ যাত্রা করে। এখানেই শেষ। লঞ্চ দুটি দুপারে পৌঁছনোর পরই হুগলীর জেলা প্রশাসনের পক্ষ থেকে এই লঞ্চ পরিষেবা আপাতত আজ ও আগামীকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। ফলে চরম বিপদে পরেন যাত্রীরা। সকলেরই বক্তব্য জাওয়াদের পূর্বাভাস তো অনেকদিন আগেই ছিলো। তাহলে আজ মেঘলা আকাশ দেখে হঠাৎ করেই পরিষেবা বন্ধ করা হলো কেন! গতকালই তো ঘোষনা করে দেওয়া উচিত ছিলো। তাহলে এত মানুষকে ঘাটে এসে ফিরে যেতে হতো না।