এই মুহূর্তে জেলা

ঘূর্নিঝড় জাওয়াদ নিয়ে সতর্কতা মুলক ব্যবস্থা আরামবাগ পৌরসভার।


আরামবাগ, ৪ ডিসেম্বর:– সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টিপাত। ঘূর্নিঝড়ের পূর্বাভাস। এই ঘূর্নিঝড় নিয়ে ইতিমধ্যে প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করেছে। এদিন আরামবাগ পৌরসভায় ঘূর্নিঝড় জাওয়াদ নিয়ে জরুরি ভিত্তিতে একটি সভা হয়। আবহাওয়া দপ্তর সুত্রে জানা গেছে ঘূর্নিঝড় জাওয়াদের প্রভাব আরামবাগের ওপর পড়তে পারে। তাই আগে থেকে যেমন সতর্কতা মুলক ব্যবস্থা নিচ্ছে প্রশাসন এবং ঝড় পরবর্তী ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হলে দ্রুত যাতে মানুষের পাশে দাঁড়ানো যায় সেই বিষয়ে আলোচনা হয় আরামবাগ পৌরসভায়। উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী ও পৌরসভার বিভিন্ন দপ্তরের আধিকারিক। এই বিষয়ে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী জানান, আমরা মানুষের পাশে আছি। ঘুর্নি ঝড়ের জন্য পৌরসভার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং মাইকিং চলছে। আমরা মানুষের স্বার্থে রাস্তায় আছি।