কলকাতা, ৩ ডিসেম্বর:- ২০২১ সালের ৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে। এইদিন মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি রয়েছে। এ ঠিক ১৫ দিন আগে কার্তিক মাসের পূর্ণিমায় বছরের শেষ চন্দ্রগ্রহণ হয়েছে। এই গ্রহণ সকাল ১০ টা ৫৯ মিনিট থেকে শুরু হবে। চলবে দুপুর ৩টে ৭ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়ে থাকে। সেইসময় কোনও শুভ বা মাঙ্গলিক কাজ করা হয় না। মন্দিরের দরজা বন্ধ রাখা হয়। বিশেষজ্ঞদের মতে, খালি চোখে সূর্যগ্রহণ দেখা যাবে না। তাতে রেটিনার ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হতে পারে। তার জেরে আংশিক দৃষ্টিক্ষমতা হারিয়ে যেতে পারে। ৪ ডিসেম্বর শনিবার অমাবস্যার দিন সূর্যগ্রহণ হবে৷ এই সূর্যগ্রহণ আন্টার্ক্টিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের দক্ষিণে দেখতে পাওয়া যাবে ৷ এই গ্রহণ ভারত থেকে দেখতে পাওয়া যাবেনা ৷ তবে এই গ্রহণ কিছু রাশির জাতকদের জীবনে ভারী প্রভাব ফেলবে। এই গ্রহণের প্রভাব সব ১২ রাশির ওপরই পড়বে।
তা শুভ বা অশুভ হতে পারে। বৃশ্চিক রাশি এবং অনুরাধা ও জ্যৈষ্ঠ নক্ষত্রের উপর সূর্যগ্রহণের সর্বাধিক প্রভাব পড়বে। এই সূর্যগ্রহণ মেষ রাশির জাতকদের জন্য অশুভ। এই গ্রহণের প্রভাব তাঁদের স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলবে। এর কারণে তাঁরা কোনও রোগের কবলে পড়তে পারে বা কোনও দুর্ঘটনার শিকার হতে পারে। এই গ্রহন কর্কট রাশির জাতকদের জন্য অশুভ ফল দেবে। এই সময়, তর্ক এড়ানো গুরুত্বপূর্ণ। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। পরিবারে কথা বলার সময়ও সতর্ক থাকুন। আপনার সন্তানদের যত্ন নিন। তুলা রাশির জাতকদের ওপর সূর্যগ্রহণের অশুভ প্রভাব পড়বে। এই সময় রাগ করা এড়িয়ে চলুন। কাউকে গালিগালাজ করলে নিজের ক্ষতি হতে পারে। গ্রহন স্বাস্থ্যের ওপরও খারাপ প্রভাব ফেলবে। বৃশ্চিক রাশির জাতকদের মনে সূর্যগ্রহণের প্রভাব অনেক বেশি পড়বে। উত্তেজনা, অশান্তি হতে পারে বা আপনি বিভ্রান্ত বোধ করতে পারেন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরুন। ধনু রাশির জাতকদের জন্য সূর্যগ্রহণ অপ্রয়োজনীয় দৌড়ঝাঁপ নিয়ে আসবে। এ সময় ব্যয় বাড়বে। কাজগুলি সম্পন্ন করতে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে এই সময় ভ্রমণ হতে পারে।