এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে খুনের ঘটনায় গ্রেপ্তার এক , খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজে আনা হলো পুলিশ কুকুর।

হুগলি, ৩ ডিসেম্বর:- সিঙ্গুরের একই পরিবারের চারজনের খুনের ঘটনায় নয়া মোড়। মূল অভিযুক্ত যোগেশ প্যাটেলের খোঁজে পুলিশ। গ্রেপ্তার যোগেশের ভাই দীপক প্যাটেল। খুনে ব্যবহৃত অস্ত্রের খোঁজ চালাচ্ছে। সিঙ্গুরের নান্দায় একই পরিবারের চারজনকে নৃশংসভাবে খুনের অভিযোগ ওঠে তাদেরই নিকট আত্মীয় যোগেশের বিরুদ্ধে। ধৃত দীপক প্যাটেল ঘটনায় মূল অভিযুক্ত যোগেশ প্যাটেলের ছোটো ভাই। নান্দায় দীনেশ প্যাটেলের কাঠ চেরাই কলের সিসি টিভি ক্যামেরায় তাকে দেখা গেছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশি জেরায় দীপকের কথায় অসঙ্গতির ছাপ স্পষ্ট ছিল বলে পুলিশের দাবি। যদিও সূত্রের খবর ঘটনার সময় দীপক ওই কাঠের মিলেই ছিল এবং পরে যোগেশের সঙ্গে সেও পালিয়ে যায়। হুগলি গ্রামীন পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন। গতকাল সকালে এই ঘটনার পর সোগেশের দুই ভাই ও স্ত্রীকে সিঙ্গুর থানায় নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। যোগেশের খোঁজে তল্লাসী চলছে। পাশাপাশি আজ সকালে মৃত দিনেশের সিঙ্গুরের নান্দার বাড়িতে পুলিশ কুকুর আনা হয় তল্লাশির জন্য। একদিকে খুনের অস্ত্র উদ্ধার, অন্যদিকে খুনের পর আততায়ী কোন রাস্তা দিয়ে পালায় সেটি দেখার জন্য। ধৃত দীপককে আজ চন্দননগর আদালতে তোলা হবে।