এই মুহূর্তে জেলা

ডোমজুড়ে দুষ্কৃতী তান্ডব , তোলাবাজির টাকা না দেওয়ায় ব্যবসায়ীর অফিসে হামলা।

হাওড়া, ২৯ নভেম্বর:- তোলাবাজির টাকা না দেওয়ায় এক পরিবহন ব্যবসায়ীর অফিসে ভাঙচুর এবং টাকা লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের নিবড়ায় ৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। ঘটনায় আতঙ্কিত ওই ব্যবসায়ী ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন তোলাবাজি বরদাস্ত করা হবে না। তিনি পুলিশ কমিশনারকে ব্যবস্থা নিতে বলেছেন। ডোমজুড় থানার অন্তর্গত নিবড়া ৬ নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় বছর খানেক ধরে ব্যবসা করছেন পরিবহন ব্যবসায়ী আরশাদ খান আশরফি। ওই ব্যবসায়ীর অভিযোগ, গত ১৯ নভেম্বর তাঁর অফিসে কয়েক জন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় আসে। তারা প্রথমেই সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে। এরপর অফিসে ব্যাপক তান্ডব চালায়। অফিস থেকে বেশ কয়েক হাজার টাকা লুট করে।

তাঁকেও বেধড়ক মারধর করে বলে তাঁর অভিযোগ। এর আগে অফিসের সামনে বেশ কিছুক্ষণ জড়ো হয়েছিল দুষ্কৃতীরা। সেই ছবি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। এই ঘটনায় আহত ব্যবসায়ী ডোমজুড় থানা লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। কিন্তু তাঁর অভিযোগ পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। কার্যত আতঙ্কে ওই ব্যবসায়ী অফিসে যাওয়াও বন্ধ করে দিয়েছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বেশ কয়েকজন যুবক সশস্ত্র অবস্থায় হামলা চালায়। তারাও আতঙ্কে রয়েছেন।পুলিশের তরফ থেকে জানানো হয়েছে তদন্ত চলছে। এই প্রসঙ্গে রাজ্য সমবায় মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, কোনমতেই দুষ্কৃতীদের তোলাবাজি বরদাস্ত করা হবে না। তিনি নিজে হাওড়া সিটি পুলিশের কমিশনারকে নির্দেশ দেবেন যাতে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হয়।