এই মুহূর্তে জেলা

সারের কালোবাজারির প্রতিবাদে আন্দোলনে কৃষকরা।

গোঘাট, ২৯ নভেম্বর:- রাসায়নিক সারের কালোবাজারির প্রতিবাদে আন্দোলন শুরু করলো চাষীরা। আলু ও বরো ধানের মরসুমে রাসায়নিক সারের কালোবাজারির অভিযোগ। হুগলির গোঘাট থানার অন্তর্গত পাতুলসারার উল্লাস এলাকায় চাষের জন্য রাসায়নিক সারের দাম বেশি নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চাষীদের। রাসায়নিক সার নিয়ে কালোবাজারীর অভিযোগ চাষীদের। এদিন স্থানীয় একটি দোকানের সামনে দাঁড়িয়ে শতাধিক চাষী বিক্ষোভ দেখায়।চাষীদের অভিযোগ রাসায়নিক সারের দাম যেখানে দাম ১৪৭০ টাকা সেখানে ১৮৭০ টাকা নেওয়া হচ্ছে।

বিক্ষোভের পারদ চড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গোঘাট থানার বিশাল পুলিশ বাহিনী। একদিকে সারের কালো বাজারি আর অপর দিকে আলুর দাম না পাওয়া সব মিলিয়ে আলু চাষিদের মাথায় হাত। আর সারের অমিল হওয়ায় আলু চাষেও দেরি হয়ে যাচ্ছে চাষিদের। এই বিষয়ে আরামবাগের মহকুমা শাসক জানান, এই বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা হচ্ছে। বিডিও ও পুলিশের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। সব মিলিয়ে চরম সংকটে আলু চাষিরা।