হুগলীঃঃ, ২৮ নভেম্বর:- ত্রিপুরার নির্বাচনে তৃনমূল কংগ্রেস অনুঘটকের কাজ করেছে। বিজেপিকে জেতানোর বিষয়ে তৃনমূল গটআপ গেম খেলেছে। তৃনমূল এই গটআপ গেম না খেললে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারতো না। আগামীদিনে এই ঘটআপ গেমে বিজেপি কে বাঁচাতে গিয়ে তৃনমূল কংগ্রেস আগুনে পুড়ে মরবে। কটাক্ষ কংগ্রেস নেতা আব্দুল মান্নানের। রবিবার হুগলি জেলা কংগ্রেসের ডাকে ‘জনজাগরন যাত্রা’ কর্মসূচী অনুষ্ঠিত হয় শ্রীরামপুর আর এম এস গ্রাউন্ড থেকে বটতলা পর্ষন্ত। কেন্দ্রের প্রধানমন্ত্রীর জনবিরোধী নীতির প্রতিবাদ জানিয়ে পদযাত্রা কর্মসূচী পালন করা হয়।









