কলকাতা, ২৭ নভেম্বর:- কাঁচা পাটের অবৈধ মজুতদারি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর কঠোর হাতে হাল ধরেছে প্রশাসন। অবৈধ মজুতদারদের খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু হয়েছে। যে সমস্ত পাট ব্যবসায়ীরা এখনও সরকারের কাছে নাম নথিভুক্ত করেননি তাঁদের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। নবান্ন সূত্রের খবর, মজুতদারির কারণে তৈরি চটশিল্পের সঙ্কট দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুক্রবার নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে।জুট কমিশনারের দপ্তরে কাঁচাপাটের কারবারিদের নাম রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। ৩১ অক্টোবর ছিল সেই রেজিস্ট্রেশনের শেষ দিন। কিন্তু তারপর প্রায় এক মাস পেরিয়ে গেলেও জুট কমিশনার সেই তালিকা এখনও রাজ্য সরকারকে দিতে পারেননি।
আজ শনিবার রাতের মধ্যে সেই তালিকা শ্রমসচিব ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিজিকে দেওয়ার জন্য ওই বৈঠকে জুট কমিশনার মলয়চন্দন চক্রবর্তীকে নির্দেশ দেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। একইসঙ্গে কাঁচাপাটের সর্বোচ্চ দাম তুলে দেওয়ার বিষয়টি ফের বিবেচনা করতে বলেন মলয়বাবুকে। পাশাপাশি অপর কেন্দ্রীয় সংস্থা জুট কর্পোরেশন অব ইন্ডিয়া কার্যত নিষ্ক্রিয় হয়ে থাকায় তার ম্যানেজিং ডিরেক্টর এদিন মুখ্যসচিবের সমালোচনার মুখে পড়েন। অন্যদিকে, চটকল মালিকদের সংগঠন আইজেএমএ’র প্রতিনিধিদের মুখ্যসচিব বলেন, কাঁচাপাট ও চটের বস্তার মধ্যে কোনটার দাম বেঁধে দেওয়া উচিত বলে তাঁরা মনে করেন, তা আজকের মধ্যে জানাতে হবে।