সুদীপ দাস, ২৭ নভেম্বর:- কোভিডের কারন দেখিয়ে এক রাজনৈতিক দলকে ভাড়া দেওয়া হলো না সরকারী সাংস্কৃতিক ভবন। কিন্তু একদিন পরই সেই ভবনেই অন্য রাজনৈতিক দলের অনুষ্ঠান। যা নিয়ে বাক সংঘাত দুই দলের। প্রশাসনের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের দ্বিচারীতার অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর সদর শহর চুঁচুড়ার। দুই দল হলো তৃণমূল ও বিজেপি। আর সাংস্কৃতিক ভবনটি হলো চুঁচুড়ার রবীন্দ্রভবন। এই ভবনেই আগামীকাল রবিবার শাসক দল তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র হুগলী-শ্রীরামপুর সংগঠন জেলা সভাপতির কর্মীসভা অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু বিজেপির অভিযোগ কোভিডের অজুহাত দেখিয়েই এই ভবন তাঁদের কর্মী সম্মলনের জন্য ভাড়া দেওয়া হয়নি। বিজেপি যুব মোর্চার হুগলী সাংগঠনিক জেলা সভাপতি সুরেশ সাউ বলেন আজ শনিবার বিজেপির রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদারের উপস্থিতিতে আমাদের এখটি কর্মী সম্মেলন করার কথা ছিলো।
কিন্তু কোভিডের সময় কোন রাজনৈতিক দলকে রবীন্দ্রভবন ভাড়া দেওয়া যাবে না বলে ভবন কর্তৃপক্ষ জানিয়ে দেয়। আমরা এ বিষয়ে জেলা প্রশাসনেরও দ্বারস্থ হয়েছিলাম। কিন্তু সেখানেও একই কথা বলা হয়। বাধ্য হয়ে আমরা আমাদের অনুষ্ঠান আপাতত স্থগিত করতে বাধ্য হয়েছি। কিন্তু এখন দেখছি আগামীকাল সেই রবীন্দ্রভবনেই তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সম্মেলন রয়েছে। অন্যদিকে এই ঘটনায় দ্বিচারীতা দেখতে নারাজ তৃণমূল। চুঁচুড়ার তৃণমূল নেতা সপ্তর্ষী ব্যানার্জী বলেন বিধানসভা নির্বাচনের পর থেকে বিজেপি শূন্য। ওদের কোন অনুষ্ঠানে কর্মীদের ভিড় নেই। সেজন্যই হয়তো অনুষ্ঠান বাতিল হয়েছে। কিংবা ওরা কোভিড বিধি মানতে চায়নি বলেই রবীন্দ্রভবন দেওয়া হয়নি। এখন তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।