এই মুহূর্তে জেলা

পেট্রোল-ডিজেলের উপর ভ্যাট কমানোর দাবিতে বিজেপির অবস্থান বিক্ষোভ।

হুগলি, ২৫ নভেম্বর:- অবিলম্বে রাজ্যে সরকারকে পেট্রল, ডিজেলের উপর ভ্যাট কমাতে হবে এই দাবিতে শেওড়াফুলি ফাঁড়ির সামনে হাতে প্লাকার নিয়ে অবস্থান বিক্ষোভে বসলো বিজেপির কর্মীরা। প্রায় দেড় ঘন্টা ধরে চলে অবস্থান বিক্ষোভ। শ্রীরামপুর সাংঘঠনিক জেলা সভাপতি শ্যামল বসু বলেন প্রতি নিয়ত মানুষের জন্য আমরা আন্দলোন করছি। কেন্দ্রীয় শাসিত রাজ্যগুলি পেট্রেল, ডিজেলের উপর ভ্যাট কমিয়েছে।কিন্তু রাজ্য সরকারকে বারে বারে আবেদন করার পরেও ভ্যাট কিছুতেই ছাড়ছে না। আগে রাজ্যসরকার পেট্রল, ডিজেলের উপর দাম বৃদ্ধির প্রতিবাদে মিথ্যা আন্দোলন করেছিল। যত দিন না রাজ্যসরকার ভ্যাট কমাচ্ছে, আমাদের লাগাতার আন্দোলন চলছে।