হাওড়া, ২৪ নভেম্বর:- হাওড়া জেলা সদর তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের কর্মীসভায় এসে “এক শিল্পে আইএনটিটিইউসি’র এক ইউনিয়ন” এর পক্ষে বার্তা দিলেন আইএনটিটিইউসি’র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে শরৎ সদনে আয়োজিত ওই সভায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”একটা শিল্পে আইএনটিটিইউসি’র একটাই ইউনিয়ন থাকবে। একাধিক ইউনিয়ন আইএনটিটিইউসি’র নাম করে চলতে পারে না। কিছু জায়গায় এই সমস্যা আছে। সেটা নজর দিয়েছি। হাওড়া জেলা থেকেও কিছু অভিযোগ গেছে। সেটা নির্দিষ্ট করতে চাইছি না। আমরা দেখেছি অভিযোগের সত্যতা আছে। আমরা জেলা আইএনটিটিইউসি’র সভাপতিকে বলেছি একটাই ইউনিয়ন আইএনটিটিইউসি’র অনুমোদিত থাকবে। বাকিগুলো আইএনটিটিইউসি’র অনুমোদিত থাকবে না। কার্য কমিটির ঘোষণার পর দায়িত্ব বন্টন হলেই নির্দিষ্ট ট্রেডের দায়িত্ব বন্টন করে দেওয়া হবে। সেই ট্রেডের যিনি দায়িত্বে আছেন তিনি কি কাজ করছেন নির্দিষ্ট সময়ে তাও রিভিউ করে দেখা হবে।”