এই মুহূর্তে জেলা

বৃদ্ধাশ্রমের অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের পাশে বিধায়ক।

হুগলি, ২৪ নভেম্বর:- মানবিক কাজে ভগবানে আশির্বাদ সর্বদা বর্শিত হয়। বৃদ্ধাশ্রমে থাকা বৃদ্ধা ও বৃদ্ধদের সেবা করার মধ্যেও পরম পিতা ভগবান আশীর্বাদ পাওয়া যায়।এই উদ্দেশ্যকে সামনে রেখে এবং অসহায় মানুষের পাশে থাকার ব্রত নিয়ে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষকে হুগলি জেলার আশা বৃদ্ধাশ্রমের বৃদ্ধ ও বৃদ্ধাদের পাশে দেখা যায়। এদিনও তার ব্যতিক্রমন হলো না।সকল নয়টা বাজতেই শীতবস্ত্র নিয়ে আরামবাগের আশা বৃদ্ধাশ্রমে হাজির হন। সেখানে গুটিকয়েক অনুগামীকে সঙ্গে নিয়ে বৃদ্ধা ও বৃদ্ধদের হাতে শীত বস্ত্র তুলে দেন। এই বিষয়ে পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ জানান, রাজনীতি তো সারা বছরই হচ্ছে। তার বাইরেও একটা জীবন থাকে।মানুষের জন্য কিছু করা। আমি প্রায়ই এই আশা বৃদ্ধাশ্রম নামক মন্দিরে আছি। রাজনীতির বাইরেও আমার একটা জীবন আছে। এদের নিয়ে কিছুটা সময় কাটাতে পেরে ভালো লাগে। তিনি আরও বলেন, এটা কোনও রাজনৈতিক কার্যক্রম হয়। এই মন্দিরের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এদের জন্য কিছু করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করি। তাই এদের পাশে থাকার চেষ্টা করি।