এই মুহূর্তে জেলা

বর্ষা বিদায় নিলেও বৃষ্টির জমা জলের এখনও বিদায় হয়নি , প্রতিবাদে রাস্তা অবরোধ হাওড়ায়।

হাওড়া, ২২ নভেম্বর:- বর্ষা পাকাপাকিভাবে বিদায় নিলেও বৃষ্টির জমা জলের এখনও বিদায় হয়নি। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হাওড়ার নোনাপাড়ার বাসিন্দাদের। হাওড়ার টিকিয়াপাড়ার নোনাপাড়ায় দীর্ঘদিন ধরে জমে রয়েছে বর্ষার জল। জমা জল সরানোর দাবিতে সোমবার পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, গত প্রায় ৯ মাস ধরে এই অবস্থা সেখানে। বর্ষা কেটে গেলেও বিস্তীর্ণ এলাকায় এখনও জলমগ্ন হয়ে রয়েছে রাস্তাঘাট। পুরসভা পাম্প চালিয়ে জল বের করে দিলে তাৎক্ষণিকভাবে জল নামলেও আবার জমে যাচ্ছে জল। এই জমা জলে সমস্যা বেড়েছে। নোংরা জল মাড়িয়ে চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। এর আশু সমাধানের দাবিতে এলাকার বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ শুরু করেন। পরে সমস্যার সমাধানের আশ্বাস পেয়ে প্রায় আধ ঘন্টা পর অবরোধ তুলে নেন নোনাপাড়ার বাসিন্দারা।