কলকাতা, ২২ নভেম্বর:- করোনার কারণে বিঘ্নিত মা ও শিশুদের পুষ্টি প্রকল্পের ঘাটতি পূরণ করতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। এখন থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং স্কুলের মিড ডে মিল প্রকল্পে বিভিন্ন ধরনের ভিটামিন ও পুষ্টিগুণ সম্পন্ন চাল বা ফর্টিফাইড রাইস সরবরাহ করা হবে বলে রাজ্যের খাদ্য দপ্তর জানিয়েছে। আগামী মাস থেকেই এই প্রকল্প শুরু হবে। প্রাথমিকভাবে এফসিআই এর কাছ থেকে ফর্টিফাইড রাইস সংগ্রহ করবে রাজ্য সরকার। তবে আগামী দিনে রাজ্যের রাইসমিল গুলি কাছ থেকেই তা সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে খাদ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
সম্প্রতি এফসিআই এবং রাজ্যের বিভিন্ন রাইস মিলের মালিকদের সঙ্গে খাদ্য দপ্তর বৈঠক করে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাধারণ চালের পরিবর্তে বিশেষ পুষ্টিগুণসম্পন্ন চাল সরবরাহ করার জন্য মিল গুলিকে চালের দামে কেজিপ্রতি অতিরিক্ত ৭৩ পয়সা করে দেওয়া হবে। এজন্য সরকারের সাড়ে তিন কোটি টাকা বাড়তি খরচ হবে। রাজ্যের নারী শিশু ও পরিবার কল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে নারী ও শিশুদের পুষ্টি প্রকল্পে রাজ্যে উপভোক্তার সংখ্যা প্রায় ৭৩ লক্ষ্য। যার মধ্যে প্রায় 16 লক্ষ প্রসূতি এবং গর্ভবতী এবং প্রায় ১৫ হাজার স্কুল ছাত্রী রয়েছে। এদের পুষ্টিকর জল সরবরাহের জন্য মাসে প্রায় ১৮ হাজার মেট্রিকটন চাল প্রয়োজন।