এই মুহূর্তে কলকাতা

চার দিনের সফরে দিল্লি রওনা হলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ নভেম্বর:- চার দিনের সফরে সোমবার দিল্লি রওনা হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে বিমান ধরার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী। আর সেখানেই তিনি জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের সঙ্গে কথা না বলে যেভাবে একতরফা বিএসএফের বিচরণ এলাকা বাড়িয়েছে তা তিনি মেনে নেবেন না। কেন্দ্রের এই গা জোয়ারি মনোভাব তিনি মানবেন না এবং প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেই প্রসঙ্গ তুলবেন। এদিন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ‘আমার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে বুধবার। রাজ্যের বেশ কয়েকটি বিষয় নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। বিশেষ করে বিএসএফের ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি।

গায়ের জোরে এলাকা দখল করতে দেব না। বিএসএফ তো আর আমার শত্রু নয়। ওরাও বন্ধু আমার। বিজেপি যে ভাবে মনে করছে বিএসএফ মানে বিজেপি সেফ সেটা তো ঠিক নয়। প্রত্যেক সংগঠনের একটা নিজস্বতা আছে। এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য পুলিশের। আবার সিআইএসএফ, বিএসএফ তারাও ক্যাডার। প্রত্যেকের নিজস্ব ক্ষেত্র আছে। কিন্তু সেটা না করে এরা গায়ের জোরে এজেন্সিগুলিকে নিজের পার্টির কাজে লাগাচ্ছে।’ উল্লেখ্য বিএসএফ আগে সীমান্তবর্তী এলাকায় ১৫ কিমি ভেতর পর্যন্ত টহল দিতে পারত, তল্লাশি চালাতে পারত বা কাউকে আটক করতে পারত। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই পরিধি ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০কিমি করেছে বাংলা, পঞ্জাব ও অসমের ক্ষেত্রে। আর তার জেরেই সমস্যার সূত্রপাত ঘটেছে। ইতিমধ্যেই অবশ্য মিমি.তা বন্দ্যোপাধ্যায় ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী এই বিষয়ে প্রধানমন্ত্রীকে তাঁদের আপত্তির কথা জানিয়ে চিঠি দিয়েছেন। কিন্তু সেই চিঠির কোনও উত্তর মেলেনি। তারপরে দিন দিল্লি যাত্রার আগে মমতা জানিয়ে দিলেন যে এই বিষয়টি তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে তুলে ধরবেন। সাফ জানিয়ে দিলেন এই বিষয়ে কেন্দ্রের গা জোয়ারি তিনি মানবেন না।