এই মুহূর্তে জেলা

মিড-ডে মিল কর্মীদের অবস্থান বিক্ষোভ চুঁচুড়ায়।

হুগলি, ২২ নভেম্বর:- বেতন বৃদ্ধি, সরকারী চাকরীর স্বীকৃতি, পি.এফ, ই.এস.আই সহ বেশ কয়েকদফা দাবীতে বিক্ষোভে সামিল হলো AIUTUC স্বীকৃত সারা বাংলা মিড-ডে মিল কর্মী ইউনিয়নের হুগলী জেলা শাখা। এদিন কয়েকশো মিড-ডে মিল কর্মী একত্রিত হয়ে চুঁচুড়ার ঘড়ির মোড়ে অবস্থান বিক্ষোভে বসে। সেখানে নিজেদের দাবী-দাওয়া নিয়ে চরম বিক্ষোভ দেখায় মহিলারা। তাঁদের বক্তব্য মাত্র ১৫০০ টাকায় সংসার চলে না। তারউপর বহু স্কুলেই স্থানীয় পঞ্চায়েত কিংবা পৌরসভা গোষ্ঠীর মেয়ের সহযোগী হিসাবে রান্না ঘরে ঢোকানোয় সেই দেড় হাজার টাকা থেকেই তাঁদের বেতন দেওয়া হচ্ছে। পাশাপাশি বছরে মাত্র ১০মাস বেতন দেওয়া হয় মিড-ডে মিল কর্মীদের। এরই প্রতিবাদে তাঁদের এই বিক্ষোভ। বিক্ষোভস্থল থেকে এক প্রতিনিধি দল এদিন জেলাশাসককে ডেপুটেশন দেয়।