এই মুহূর্তে জেলা

কেন্দ্রের কৃষি বিল বাতিলে খুশির হওয়া আরামবাগের কৃষক মহলেও।

গোঘাট, ২০ নভেম্বর:- প্রধানমন্ত্রী মন্ত্রী নরেন্দ্র মোদি কৃষক বিরোধী তিনটি কৃষক বিল প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করতেই খুশি জোয়ার কৃষক মহলে।সারা দেশজুড়ে কৃষক মহলে যেন যুদ্ধ জয়ের আনন্দ। দীর্ঘ আন্দোলনের জেরে এই সফলতা বলে দাবী কৃষকদের। এদিন হুগলি জেলার কামারপুকুর অঞ্চল তৃনমুল কংগ্রেসের উদ্যোগে ৪৭ নম্বর বুথের পক্ষ থেকে কামারপুকুর মাঠের চাষিদেরকে সংবর্ধিত করা হয়। ফুল মিষ্টি এবং গামছা দিয়ে কৃষকদের বিশেষ সন্মান জানায় তৃনমুল। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কামারপুকুর পঞ্চায়েত সদস্য শুভ্রপ্রকাশ লাহা, কৃষ্ণেন্দু লাহা, দেবাশীষ ব্যানার্জী সহ বুথের প্রত্যেক সদস্য এবং এলাকার কৃষকেরা। এই কৃষক বিরোধী তিনটি কৃষক বিল প্রত্যাহার হওয়ায় এদিন আঠারো জন কৃষক খুশি হয়েছেন বলে জানান। পাশাপাশি কৃষক আন্দোলনকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করায় ধন্যবাদ জানান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।