এই মুহূর্তে কলকাতা

স্কুলে সময় মেনে ক্লাস করানোবদলের দাবিতে সরব শিক্ষক-শিক্ষিকারা।

কলকাতা, ১৯ নভেম্বর:- কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে চালু হওয়া স্কুলে যে সময় মেনে ক্লাস নেওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের তরফে তা বদল করার দাবি জানানো হয়েছে। রাজ্যে গত তিন দিনের স্কুলের সার্বিক রিপোর্ট নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা আজ বিভিন্ন জেলার স্কুলের প্রধান শিক্ষক ও জেলা বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানে ক্লাস কখন শুরু হবে বা শেষ হবে তা স্কুল কর্তৃপক্ষের উপরে ছেড়ে দেওয়ার পক্ষে শিক্ষকরা মত দিয়েছেন বলে জানা গেছে।

বৈঠক নিয়ে শিক্ষা দপ্তরের তরফে কোন বিবৃতি না দেওয়া হলেও শিক্ষকরা নবম ও একাদশ এবং দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস দুটি পৃথক দিনে নেওয়ার কথা বলেছেন বলে জানা গিয়েছে। শিক্ষা দপ্তরের নির্দেশিকা মেনে চলা স্কুলে পঠন-পাঠনের বর্তমান সময়সীমা কমিয়ে দেওয়ার পাশাপাশি স্কুলে ছাত্র-ছাত্রীদের উপস্থিতির হার কমে যাচ্ছে বলেও শিক্ষকরা জানান। অন্যদিকে স্কুল ছুটের সংখ্যা বাড়ছে বলেও তাদের তরফ এ বৈঠকে জানানো হয়েছে।