এই মুহূর্তে জেলা

ক্লাসে বেঞ্চ বাজানোর অভিযোগে , শিক্ষকের হাতে প্রহৃত ছাত্র।

হুগলি, ১৯ নভেম্বর:- ২০ মাস পরে স্কুল খুলে পঠনপাঠন শুরু হয়েছে।স্কুল খুলতেই পড়াশোনার ফাঁকে ক্লাসে বন্ধুদের সঙ্গে হৈহুল্লোরে মাততে শুরু করেছে ছাত্রছাত্রীরা। আর শাস্তিও জুটছে। গত বুধবার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ (বালক) হাই স্কুলে দশম শ্রেনীতে টিফিনের পরে ক্লাসে ছাত্ররা বেঞ্চ বাজিয়ে গান করছিলো। ক্লাসের পাশ দিয়ে সেই সময় যাচ্ছিলেন জীবন বিজ্ঞানের শিক্ষক গৌতম রুইদাস। তিনি ক্লাসে ঢুকে শুভজিৎ মান্না নামে এক ছাত্রকে চড় মারেন। শুভজিৎ প্রধান শিক্ষককে অভিযোগ জানায়, যে সে ক্লাসে বেঞ্চ না বাজাতেও তাকে গৌতম বাবু মারধর করেন। এই অভিযোগ করে বেরোনোর সময় তাকে আবার কানের পাশে চড় মারেন শিক্ষক গৌতম রুইদাস। বাড়ি এসে শুভজিৎ মা রীতু মান্নাকে ঘটনার কথা জানায়।

আজ সকালে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক জানায় তার বাঁ কানে চোট আছে। ৬ থেকে ৮ সপ্তাহ পর্যবেক্ষণ করার পর অস্ত্রপ্রচার করতে হতে পারে বলে চিকিৎসক জানায়। এর পরেই উত্তরপাড়া থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান ছাত্রের অভিভাবক। রীতু মান্না বলেন,ছেলেকে স্কুলে পাঠিয়ে নিরাপত্তা হীনতায় ভুগছি। অভিযুক্ত শিক্ষক গৌতম রুই দাস বলেন, ওই ছাত্রকে প্রধান শিক্ষকের ঘরে ডাকা হয়েছিল। সেখানে সে দেখে নেবার হুমকি দেয়। পাশাপাশি থাকি তাই ব্যাক্তিগত আক্রোশের বিষয় নেই। আমি শৃঙ্খলা পরায়ন। ছাত্রকে ধরতে গিয়ে কানে লেগে গেছে।