হুগলি, ১৫ নভেম্বর:- দুই যুবককে পুলিশের ফাইবার স্টিক দিয়ে বেধরক মারা হচ্ছে, মারা হচ্ছে বুকে পেটে বুট দিয়ে লাথি। মারছে একজন আকাশি গেঞ্জি পরা সিভিক ভলেন্টিয়ার আর একজন জঙ্গল পোষাক পড়া জওয়ান।আর এই দৃশ্য ভীর করে দেখছে অনেকে। এরকম একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করা হয়নি। তবে ২.২৭ মিনিটের ভিডিওতে ৩৬ সেকেন্ডে শোনা যাচ্ছে রানী ঘাটের ঘোষণা। জগদ্ধাত্রী বিসর্জনের দিন অর্থাৎ দশমীর দিনের এই ঘটনা।
জগদ্ধাত্রী পুজোর দশমীর রাতে চন্দননগর স্ট্র্যান্ডে মোবাইল চুরি করতে গিয়ে দুই যুবক হাতেনাতে ধরা পড়ে। দুজনকে ফাইভার স্টিক দিয়ে নির্মমভাবে মারা হয়। বুকে পেটে লাথি মারা হয়। তবে এ বিষয়ে পুলিশের কাছে কোন অভিযোগ নেই, কোনো খবরও নেই বলে জানান ডিসি চন্দননগর ভিদিত রাজ বুন্দেশ। জগদ্ধাত্রী পুজোয় বাইরে থেকে অনেক পুলিশ সিভিক হোমগার্ড নিয়ে আসা হয়। এক্ষেত্রে যাদের ছবি এই ঘটনায় দেখা যাচ্ছে তারা কারা তা জানাতে পারেনি চন্দননগর পুলিশ।