গোঘাট, ১৪ নভেম্বর:- শিশু দিবসে শিশুদের পড়াশোনার দায়িত্ব নিলো তৃনমুল ছাত্র পরিষদ। শিশু দিবসে অভিভাবকহীন ছাত্র-ছাত্রীদের পড়াশুনার দায়িত্ব নেয় গোঘাট-১নং ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। এই মানবিক কাজের জন্য এলাকার মানুষ সাধুবাদ জানায় এই ছাত্র সংগঠনকে। জানা গেছে, গোঘাট এক নম্বর ব্লকে করোনা ভাইরাসের জন্য যে সব মানুষ মারা গেছেন সেই সব মৃতের পরিবারের পাশে দাঁড়ায় তৃনমুল ছাত্র পরিষদ। তাদের ছেলে মেয়েদের পড়াশোনা দায়িত্ব নেওয়ার বিষয়টি ঘোষণা করে ছাত্র সংগঠনটি। ধুলেপুর, বেলে কুমুড়শা সহ বেশ কয়েকটি জায়গার অভিভাবকহীন ছাত্র ছাত্রীদের পড়াশোনার দায়িত্ব নেয় তারা।এদিন করোনা ভাইরাসে মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের পাশে দাঁড়াতেই এই ঘোষনা করা হয়।
এদিন শিশু দিবস পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ তৃনমুল সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায়, গোঘাট এক নম্বর ব্লক তৃনমুল কংগ্রেসের সভাপতি নারায়ন চন্দ্র পাঁজা, কুমুড়শা গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম কুমার মুদি, গোঘাট এক নম্বর ব্লক তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ আশিক হোসেন সহ অন্যান্যরা। এই বিষয়ে তৃনমুল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ আশিক হোসেন জানান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতি থেকে শুরু করে সবসময় মানুষের পাশে থাকতে বলেছেন। তাই আমরা মানুষের পাশে থেকে কাজ করি। আমাদের সামর্থ্য খুবই কম তাই সবার কাছে পৌঁছাতে পারেনি। তবে একটি পরিবারের ছেলে মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছি।আগামী দিনেও আরও পরিবারে পাশে দাঁড়াবো।