এই মুহূর্তে দেশ

ভারতজ্যোতি পুরস্কারে সম্মানিত হলেন খানাকুলের নজবুল করিম।

দিল্লীঃ, ১২ নভেম্বর:- মানবিক কাজের জন্য ভারত জ্যোতি অ্যাওয়ার্ড পেলেন খানাকুলের তৃনমুল নেতা মুন্সি নজবুল করিম।এদিন তাকে দিল্লীতে একটি বিশেষ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়।খানাকুলসহ হুগলি জেলার বিভিন্ন জায়গার মানুষ যখনই বিপদের পড়েন তখন খবর পেলে পাশে দাঁড়ানো এবং সব রখম সাহায্য করেন তৃনমুল নেতা মুন্সি নজিবুল করিম। মানুষের সেবা করা যেন একটা নেশা অথবা অভ্যাসে পরিণত করেছেন এই তরতাজা যুবক। তাই এদিন ভারত জ্যোতি অ্যাওয়াড দেওয়া হয়।তিনি মানুষের জন্য আজন্ম কাজ করে যাবেন বলে জানিয়েছেন।এলাকার মানুষও তাঁর এই পুরস্কারে খুবই খুশি।