এই মুহূর্তে জেলা

শিল্প নিয়ে ভাঙা রেকর্ড বেশীদিন চলবে না , গুরাপে এসে বিস্ফোরক শুভেন্দু।

হুগলি, ১০ নভেম্বর:- আগে বেআইনি ঘাট থেকে লোকালই তোলা তুলতো, পুলিশ রাস্তায় তোলা তুলতো। এখন সেন্ট্রালি ভাইপো তোলা তুলবে। গোটা রাজ‍্যের সমস্ত যত বালি, পাথর খাদান এক জায়গায় সেন্ট্রালি করতে হবে। রাস্তায় যেটা ২০০, ৫০০ নিতো সেটা আর হবে না। সবাই একসঙ্গে এক জায়গায় সেন্ট্রালি জমা করবে, কালীঘাটে যাবে। এদিন গুড়াপে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে এসে একথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি আরো বলেন, শিল্প নিয়ে ভাঙা রেকর্ড আর কত চলবে। দশ বছর হয়ে গেল ওনার দ্বরা শিল্প, কারখানা কিছু হবে না‌। উনি বেকার যুবকদের মদ খাওনোর জন‍্য পাড়ায় পাড়ায় পাউচ বিতরনের ব‍্যবস্থা করেছেন।