সুদীপ দাস, ৮ নভেম্বর:- নিয়োগের দাবীতে এবার ডিভিশনাল কমিশনারকে স্মারকলিপি প্রদান করলো চাকুরীপ্রার্থীরা। সোমবার রিতীমত পরিযায়ী শ্রমিকের বেশে স্মারকলিপি প্রদান করতে আসেন ২০১৪ সালে প্রাইমারী টেট উত্তীর্ণ প্রশিক্ষনপ্রাপ্ত কিন্তু চাকুরী না পাওয়া কয়েকশো প্রার্থী। আন্দোলনের শিরোনাম ছিলো “মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির এক বছর”। প্রার্থীদের বক্তব্য সাত বছর অতিক্রান্ত হলেও তাঁরা চাকরি পাননি। তাঁদের দাবী ২০২০ সালের ১১ই নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষনা করেছিলেন ২০১৪ সালে প্রাইমারী টেট উত্তীর্ন প্রশিক্ষনপ্রাপ্ত কিন্তু চাকুরী না পাওয়া ২০ হাজার প্রার্থীকে ধাপে ধাপে চাকুরী দেওয়া হবে। কিন্তু এক বছর হতে চললেও মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।
এরমধ্যে বহুবার রাজ্যজুড়ে জেলার প্রাথমিক শিক্ষা সংসদ থেকে জেলাশাসক দপ্তরে প্রার্থীরা তাঁদের দাবী জানিয়েছেন। কিন্তু অভিযোগ আজ অবধি তাঁরা চাকরি পাননি। তাই এবারে রাজ্যের ৫টি বিভাগের আধিকারিককে স্মারকলিপি জমা দেওয়ার কর্মসুচি গ্রহন করা হয়। সেইমত চুঁচুড়ায় বর্ধমান বিভাগের কমিশনারের দপ্তরে তাঁরা স্মারকলিপি প্রদান করতে আসেন। এদিন চুঁচুড়া লঞ্চঘাট থেকে কেউ ঝাঁড়ু হাতে, কেউ বস্তা মাথায় দিয়ে পরিযায়ী শ্রমিক সেজে অভিনব মিছিলে সামিল হয়। মিছিল বর্ধমান ডিভিশনাল কমিশনারের দপ্তরের সামনে এসে উপস্থিত হয়। সেখানে বসে পরে বেশকিছুক্ষন বিক্ষোভ দেখায় তাঁরা। পরে প্রার্থীদের মধ্য থেকে এক প্রতিনিধি দল কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান করেন।