এই মুহূর্তে জেলা

জগদ্ধাত্রীর আরাধনায় শেষ মুহুর্তের প্রস্তুতি চন্দননগরে।

সুদীপ দাস, ৮ নভেম্বর:- মাঝে আর মাত্র একটি দিন। ষষ্ঠী থেকে জগদ্ধাত্রীর আরাধনা শুরু হবে চন্দননগরে। পঞ্চমীর দিন তাই শেষ মুহুর্তের প্রস্তুতি চললো চন্দননগরে। শোভাযাত্রা বন্ধ হওয়ায় এবার চন্দননগরে উপরি পাওনা স্ট্রিট লাইট। গোটা চন্দননগর-ভদ্রেশ্বর শহর জুড়ে স্ট্রিট লাইট লাগানোর কাজ চলছে। মন্ডপে মন্ডপে চলছে থিমের কাজ। পাশাপাশি কোথাও মৃন্ময়ী মাকে সাজানোর কাজ চলছে, তো কোথাও মায়ের অঙ্গসাজ সমাপ্ত। কোভিডের কথা মাথায় রেখে মেলা আকারে দোকানপাট কম বসলেও রাস্তাঘাটে দোকানি বসার তৎপরতা চলছে। পুজো কমিটিগুলির বক্তব্য হাতে আর বেশী সময় নেই। তাই জোরকদমে চলছে প্রস্তুতি। এবারে আমাদের কাছে কোভিড বিধি মানা একটা চ্যালেঞ্জ। আমরা আদালতের নির্দেশও যেমনভাবে মানবো ঠিক তেমনভাবে মানুষকে পুজোর আনন্দ দেওয়ার চেষ্টাও করবো। করোনারূপী অশুভ শক্তিকে বিনাশ করার লক্ষ্য নিয়েই এবার জগদ্ধাত্রীর আরাধনা করতে চলেছে চন্দননগর।