এই মুহূর্তে কলকাতা

১১২ টি পুরসভার ভোট আগামী বছর ফেব্রুয়ারিতে তিন দফায়।

কলকাতা, ৮ নভেম্বর:- আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট করার জন্য রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের তরফে পুর ভোটের যে নির্ঘণ্ট কমিশনের কাছে পাঠানো হয়েছে তা অনুযায়ী আগামী ২২ শে নভেম্বর রাজ্য নির্বাচন কমিশন পুর ভোটের দিন ক্ষণ ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী ২২ শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ২৫ শে নভেম্বর থেকে মনোনয়ন পত্র জমা করা শুরু হবে, চলবে ২রা ডিসেম্বর পর্যন্ত। ৩রা ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৪ঠা ডিসেম্বর হবে স্ক্রুটিনি। ভোট হবে ১৯ শে ডিসেম্বর ও গণনা করা হবে ২২ শে ডিসেম্বর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই কমিশন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনের জন্য রাজ্য সরকারের কাছে ২০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। অন্যদিকে কলকাতা হাওড়া বাদে রাজ্যের বাকি ১১২ টি পুরসভার ভোট আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে তিন দফায় আয়োজন করা হতে পারে বলেও জানা গিয়েছে।