কলকাতা, ৮ নভেম্বর:- আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট করার জন্য রাজ্য সরকার রাজ্য নির্বাচন কমিশনকে প্রস্তাব পাঠিয়েছে। রাজ্যের নগর উন্নয়ন দপ্তরের তরফে পুর ভোটের যে নির্ঘণ্ট কমিশনের কাছে পাঠানো হয়েছে তা অনুযায়ী আগামী ২২ শে নভেম্বর রাজ্য নির্বাচন কমিশন পুর ভোটের দিন ক্ষণ ঘোষণা করতে পারে বলে জানা গিয়েছে। ওই প্রস্তাব অনুযায়ী ২২ শে নভেম্বর আনুষ্ঠানিকভাবে পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। ২৫ শে নভেম্বর থেকে মনোনয়ন পত্র জমা করা শুরু হবে, চলবে ২রা ডিসেম্বর পর্যন্ত। ৩রা ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং ৪ঠা ডিসেম্বর হবে স্ক্রুটিনি। ভোট হবে ১৯ শে ডিসেম্বর ও গণনা করা হবে ২২ শে ডিসেম্বর। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই কমিশন কলকাতা ও হাওড়া পুরসভা নির্বাচনের জন্য রাজ্য সরকারের কাছে ২০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে। অন্যদিকে কলকাতা হাওড়া বাদে রাজ্যের বাকি ১১২ টি পুরসভার ভোট আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে তিন দফায় আয়োজন করা হতে পারে বলেও জানা গিয়েছে।
Related Articles
কোন্নগরে রাজরাজেশ্বরী মঠে নবরাত্রি উৎসব।
হুগলি ১৭ অক্টোবর:- রবিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে শারদীয়া নবরাত্রি উৎসব শঙ্করাচার্য স্বামী স্বরূপানন্দ সরস্বতী প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মঠে ও একই নিয়মে চলছে নবরাত্রি উৎসব। দুই বছর করোনার জন্য বহু ভক্তই মা রাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর এই নবরাত্রি উৎসবে অংশ নিতে পারেননি। এবছর তাই ভক্তরা মন্দিরে মায়ের পূজোয় অংশ নিচ্ছেন। প্রতিবছর মহালয়ার পরের দিন শুক্লপক্ষের প্রতিপদ […]
ঘুড়ি উৎসব ঘিরে বিতর্ক হাওড়ায়।
হাওড়া , ২৭ ফেব্রুয়ারি:- হাওড়ায় ঘুড়ি উৎসব ঘিরে বিতর্ক। বিজেপি যুব মোর্চার জোন কনভেনর বনশ্রী মন্ডল শনিবার ওই ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন। এটা দলের কোনও কর্মসূচি নয় বলে এদিন পরিষ্কার জানিয়ে দেন বিজেপির সদরের জেলা সভাপতি সুরজিৎ সাহা। অনুষ্ঠানে অনেক রাজ্য নেতৃত্বের নাম থাকলেও আসেননি কেউই। রাজ্য যুব মোর্চার হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের কনভেনর তথা […]
স্কুলে বোমা ছোড়ার ঘটনায় শাসক দলকেই দায়ী করলেন দিলীপ ঘোষ।
কলকাতা, ১৮ সেপ্টেম্বর:- ভরতপুর থানা ঘেরাও প্রসঙ্গে, দিলীপ ঘোষ বলেন, “পুলিশ পার্টির হয়ে এসব কাজ করত। গরু পাচারের টাকা, কয়লা বালি পাচারের টাকা পুলিস তুলে দিত। পুলিসের যেটা কাজ সেটা করছে না। অন্য রাজ্য থেকে এসে পুলিশ ড্রাগ পাচারকারীদের ধরে নিয়ে যাচ্ছে, এখানকার পুলিশ খোঁজও রাখে না। রাজনীতির কাজ ও পার্টিকে টাকা দিতে গিয়ে পুলিশও […]