এই মুহূর্তে জেলা

ছট পূজা উপলক্ষে সিঙ্গুরের কলা পাড়ি দিলো ভিনরাজ্যে।

হুগলি, ৬ নভেম্বর:- সিঙ্গুর বিধানসভার বেশ কয়েকটি গ্রামের প্রধান ফসল হিসাবেই বারোমাসই কলার চাষে যুক্ত থাকে এলাকার চাষীরা। সামনেই অবাঙালীদের অন্যতম পূজা ছটপূজা। এই পূজা উপলক্ষে এখানকার কলা পাড়ি দিতে চলেছে ভিন্ন রাজ্যে। সিঙ্গুরের নান্দা কলার বাজার, সিঙ্গুরের লাহা রোডের কলার বাজার ও সিঙ্গুর মল্লিকপুর কলার বাজার তিনটি কলার হাটের কলা ছট পূজো আয়োজন উপলক্ষ্যে বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন জেলায় পারি দিতে চলেছে। সিঙ্গুর নসিবপুর পঞ্চায়েত ও সিঙ্গুর বাগডাঙা ছিন্নামোড় পঞ্চায়েতের শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে কয়েক হাজার চাষির চাষের কলা ছট পূজোর জন্য চলে যাবে ভিন্ন রাজ্যে ও ভিন্ন জেলায় চলে যাচ্ছে। চাষিরা। যদিও চাষীরা বলেন যেহারে সারের দাম বেড়েছে কলা বিক্রি করে সারাবছর লাভের মুখ দেখাই যায় না , তবু কালীপুজো ও ছটপূজা উপলক্ষে যা বিক্রি হয় কিছুটা হলেও পরিবারের মুখে হাসি ফোটাতে পারি।