এই মুহূর্তে কলকাতা

স্নাতক স্তরে ফের একদফা ভর্তি প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার।


কলকাতা, ৩ নভেম্বর:- রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে স্নাতক স্তরে এখনও বেশকিছু আসন ফাঁকা থাকায় ফের একদফা ভর্তি প্রক্রিয়া শুরু করছে রাজ্য সরকার। উচ্চ শিক্ষাসচিব মনিশ জৈন এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন ওই সব শূন্য আসন পূরণের জন্য আরও একবার ভর্তি পোর্টাল খোলা হবে। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত এই ভর্তি প্রক্রিয়া চলবে। প্রয়োজনে ভর্তির জন্য নতুন আবেদন ও করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে যে, ২০২১-২২ সালের স্নাতক স্তরে ভর্তির পরিসংখ্যান পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে কিছু সংখ্যক আসন এখনো ফাঁকা রয়ে গেছে। সেজন্যই ভর্তির দিনক্ষণ বাড়ানো হয়েছে উচ্চ শিক্ষা দফতর সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই স্নাতকস্তরের এই সিটগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরু হবে। গত ২২ জুলাই ঘোষিত হয় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে এবছর বোর্ড পরীক্ষা বাতিল করতে বাধ্য হয় সিবিএসই, আইসিএসই সহ বেশ কিছু রাজ্যের বোর্ড। অল্টারনেট অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়ার ভিত্তিতে এই ফলাফল ঘোষণা করা হয়।

একই পন্থা অবলম্বন করা হয় রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার ক্ষেত্রে। অতিমারীর কারণে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরিক্ষাও বাতিল করা হয়। এবছরের উচ্চ মাধ্যমিকের ৪০ শতাংশ নম্বর দেওয়া হয় মাধ্যমিক পাওয়া নম্বরের ভিত্তিতে। বাকি ৬০ শতাংশ নম্বর ২০২০-র একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা ও দ্বাদশ শ্রেণির প্র্যাক্টিক্যাল পরীক্ষা ও প্রোজেক্টের উপর ভিত্তি করে প্রদান করা হয়।২২ জুলাই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার ফলাফল ঘোষণা হওয়ার পরেই, ২ অগাস্ট থেকে শুরু হয় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণের প্রক্রিয়া। ৩০ সেপ্টেম্বর স্নাতকস্তরের কোর্সে ছাত্রভর্তির কাজ সম্পন্ন করা হয়। ভর্তির প্রক্রিয়া শেষ হতেই দেখা যায়, করোনা অতিমারীর কারণে রাজ্যের বহু পড়ুয়া ভর্তির প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেনি। ফলে খালি রয়ে যায় বহু আসন। ফলে ফের একবার খালি আসনে ছাত্রভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয় সরকারের তরফে। উল্লেখ্য,দেড় বছর পর, আগামী ১৬ নভেম্বর খুলতে চলেছে রাজ্যের স্কুল ও কলেজগুলি। সেজন্য জোরকদমে চলছে প্রশাসনিক প্রস্তুতি।