হাওড়া, ৩ নভেম্বর:- পরিবেশবান্ধব আতশবাজি অর্থাৎ গ্রীন ক্রাকার্স ছাড়া কালীপুজো, দীপাবলি, ছটপুজোয় পোড়ানো যাবে না অন্য কোনও ধরনের আতশবাজি। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই নির্দেশ আদালতের। কিন্তু তা সত্ত্বেও এখনও কোথাও কোথাও বেআইনিভাবে নিষিদ্ধ আতশবাজি বিক্রি চলছে বলে অভিযোগ। হাওড়ার বিভিন্ন স্থানে এই বেআইনি বাজি বিক্রির বিরুদ্ধে কালিপুজোর আগে থেকেই হাওড়া সিটি পুলিশ বিশেষ অভিযান চালাচ্ছে। এর জন্য পুলিশের একাধিক টিমের এই বিশেষ অভিযান চালাচ্ছে।
এই অভিযানে ইতিমধ্যেই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি। বেআইনিভাবে নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ার বালি, বেলুড়, হাওড়া, শিবপুর, সাঁকরাইল প্রভৃতি থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালায় হাওড়া সিটি পুলিশের একাধিক দল। ২৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত অভিযানে উদ্ধার হয়েছে মোট ৭৫১.৭ কেজি বা ১৯৭৫৩টি বা ৪৭৬ প্যাকেট বাজি। নিষিদ্ধ বাজি বিক্রির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ১৬ জনকে।