এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশন থেকে চলল লোকাল ট্রেন। খুশি ট্রেন যাত্রীরা।

হাওড়া, ৩১ অক্টোবর:- প্রায় ৬ মাস পর কোভিড বিধি মেনে আজ রবিবার ৩১ অক্টোবর থেকে রাজ্যে চালু হলো লোকাল ট্রেন। নবান্ন থেকে রাজ্য সরকারের তরফ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল রবিবার থেকে চালু হবে লোকাল ট্রেন। সেইমতো কোভিড সতর্কতা হিসেবে ৫০ শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন এদিন সকাল থেকে চালু হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি ট্রেন যাত্রীরা। তারা সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। হাওড়া স্টেশনে যাত্রীদের বক্তব্য, এতদিন স্টাফ ট্রেন চললেও তাতে যাত্রীদের প্রচুর ভিড় হচ্ছিল। এই কারণে সেখানে কোভিড বিধি মানা সম্ভব হচ্ছিল না। এখন লোকাল ট্রেন চললে এবং ট্রেনের সংখ্যা বাড়লে যাত্রীদের সেই ভিড়ের চাপ থাকবে না। সকলেই সুষ্ঠুভাবে ট্রেনে যাতায়াত করতে পারবেন। কর্মক্ষেত্রে বা অফিস যেতেও আর সমস্যা থাকবে না। ফলে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রেনের যাত্রীরা।