এই মুহূর্তে জেলা

অনেকদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা।

হুগলি, ৩১ অক্টোবর:- কোভিড বিধি মেনে আজ থেকে শুরু হল লোকাল ট্রেন চলাচল। গত কয়েক মাস ধরে সাধারণ মানুষের দাবি উঠছিল অন্যান্য পরিষেবা যখন ছাড় দেয়া হয়েছে সেক্ষেত্রে লোকাল ট্রেনে শুরু হোক। সেইমতো আজ সকাল থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন চলাচল। রবিবার হলেও স্টেশন চত্বরে যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকদিন পর ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। তাদের দাবি কোভিড সচেতনতা মেনেই চলুক ট্রেন। এতদিন স্টাফ ট্রেন চললেও তাতে যাত্রীদের প্রচুর ভিড় হচ্ছিল। এই কারণে সেখানে কোভিড বিধি মানা সম্ভব হচ্ছিল না। এখন লোকাল ট্রেন চললে এবং ট্রেনের সংখ্যা বাড়লে যাত্রীদের সেই ভিড়ের চাপ থাকবে না। সকলেই সুষ্ঠুভাবে ট্রেনে যাতায়াত করতে পারবেন। কর্মক্ষেত্রে বা অফিস যেতেও আর সমস্যা থাকবে না। ফলে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ট্রেনের যাত্রীরা।