এই মুহূর্তে জেলা

হাওড়া পুরনিগম এলাকায় ডেঙ্গুতে মৃত্যু শিশুর।


হাওড়া, ৩১ অক্টোবর:- হাওড়া পুরনিগমের ২৪নং ওয়ার্ডে এবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতার বাড়ি স্থানীয় যোগেন মুখার্জি লেনে। ওই এলাকায় গত দূর্গাপূজা থেকেই ডেঙ্গুতে আক্রান্ত বেশ কয়েকজন। এই মুহূর্তে ওই এলাকার অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন হাসপাতালে। শনিবার রাতে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম রিয়া চক্রবর্তী (৮)। চলতি মাসের ২৩ তারিখ থেকে আক্রান্ত ওই শিশু। পরিবারের লোকেরা হাওড়া হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে রেফার করা হয় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। শনিবার রাতে মৃত্যু হয় ওই শিশুটির। রবিবার সকালে শিশুটির পরিবারের সাথে দেখা করতে আসেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাঃ সুজয় চক্রবর্ত্তী। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নিয়মিত সাফাইয়ের কাজে ঘাটতি রয়েছে। মাসে ১-২ বার পরিষ্কারের কাজ করেন পুরসভার কর্মীরা। পুরসভায় খবর দিলে তবেই সাফাই কর্মীদের পাঠানো হয়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।