সুদীপ দাস, ৩০ অক্টোবর:- শিল্পপতির কাছে তোলাবাজির জন্য টাকা চেয়ে টাকা না পেয়ে শেষ পর্যন্ত তিন ইঞ্জিনিয়ারকে অপহরণ করল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে হুগলির দাদপুরে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে এই ঘটনার মূল পান্ডা স্থানীয় বিধায়কের অত্যন্ত ঘনিষ্ঠ।
ঘটনার পরই পুলিশ প্রশাসন অত্যন্ত দ্রুততার সঙ্গে শুক্রবার দুপুরে কলকাতার একটি খ্যাতনামা হোটেলের থেকে ওই তিন ইঞ্জিনিয়ারকে উদ্ধার করে। তবে এই অপহরণ কান্ডের মূল পান্ডা এখনো অধরা। পুলিশ মূল অভিযুক্তকে ধরার জন্য হুগলি সহ আশেপাশের জেলাগুলিতে চিরুনি তল্লাশি শুরু করেছে।