এই মুহূর্তে কলকাতা

১ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে।


কলকাতা, ২৮ অক্টোবর:- তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের সমস্ত রাজনৈতিক দল ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। ১ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। তার আগে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলকে নিয়ে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে সর্বদল বৈঠকের আয়োজন করা হয়। সেখানেই সমস্ত দলের তরফে পূর্ণাঙ্গ ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানানো হয়। নির্বাচন কমিশন সূত্রে জন গেছে আগামী ১ নভেম্বর ভোটার তালিকার খসড়া প্রকাশ করা হবে। ওই দিন থেকেই শুরু হবে ভোটার তালিকা সংশোধন, সংযোজনের কাজ। আগামী বছরের ৫ জানুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী, দেবাশিস কুমার, বিজেপির অর্জুন সিং ও শিশির বাজোরিয়া, কংগ্রেসের আশুতোষ চট্টোপাধ্যায় এবং সিপিআইএমের রবীন দেব।