হাওড়া, ২৭ অক্টোবর:- করোনার গ্রাফ ফের ঊর্ধ্বমুখী। কন্টেনমেন্ট জোন করা হলো হাওড়ার কয়েকটি ব্লকে। হাওড়া জেলার বালি-জগাছা, সাঁকরাইল, জগৎবল্লভপুর, আমতা, শ্যামপুরের মতো কয়েকটি ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে ২৩টি এলাকাকে কন্টেনইমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। উৎসবের মরশুমে করোনার সংক্রমণ বাড়ায় এইসব এলাকাকে চিহ্নিত করে কন্টেনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন।
মঙ্গলবার সেই ঘোষনার পরেই বুধবার সকাল থেকে জগৎবল্লভপুর ব্লকের লস্করপুর, ফটিকগাছি, সিদ্ধেশ্বর, জগৎবল্লভপুর-২, কালিতলা বাজার, শিয়ালডাঙ্গা ইছাপুর, বড়গাছিয়া-২ মালিকপাড়া, শংকরহাটি ২, খড়দা বামুনপাড়া প্রভৃতি এলাকায় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে এলাকার বাসিন্দাদের কোভিড বিধি মেনে চলার আবেদন জানানো হচ্ছে। উল্লেখ্য, হাওড়া জেলা প্রশাসনের তরফ থেকে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলার বিভিন্ন ব্লকের মোট ২৩টি এলাকাকে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।










