সুদীপ দাস, ২৬ অক্টোবর:- চুঁচুড়ার কোদালিয়া ১নম্বর গ্রাম পঞ্চায়েতের ভ্যাকসিন ক্যাম্পে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগ বিজেপির পঞ্চায়েতের সদস্যের বিরুদ্ধে। তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েতের বিরুদ্ধে ভ্যাকসিন দুর্নীতি নিয়ে পাল্টা অভিযোগ বিজেপি সদস্যর। পঞ্চায়েত সূত্রে খবর প্রত্যেকদিনকার মত মঙ্গলবারও পঞ্চায়েতে নিয়মমাফিক ভ্যাকসিন হচ্ছিল সাধারণ মানুষের। এলাকার পঞ্চায়েত সদস্যদের কাছ থেকে পাওয়া কুপন নিয়ে প্রতিদিন এখানে ভ্যাকসিন নিতে আসেন পঞ্চায়েত এলাকার মানুষরা। এরই মাঝে হঠাৎ করে কুপন ছাড়া কিছু মানুষ চলে আসেন ভ্যাকসিন নিতে। সেইসমস্ত মানুষদের বক্তব্য ভ্যাকসিন না পেয়ে তাঁরা স্থানীয় পঞ্চায়েত সদস্য অজয় মোহান্তি(কার্তিক)-এর কাছে গিয়েছিলেন কার্তিকবাবুই তাঁদের পঞ্চায়েতে পাঠিয়েছেন। যদিও এদিন সেই সব সাধারণ মানুষদের ভ্যাকসিন দেওয়া হয় পঞ্চায়েত থেকেই।
এবিষয়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধান শুক্লা চ্যাটার্জী বলেন বিজেপির পঞ্চায়েত সদস্য অজয় মোহান্তি সবকিছু জানা সত্ত্বেও কুপন ছাড়া বেশ কয়েকজনকে ভ্যাকসিনের জন্য পঞ্চায়েতে পাঠিয়ে দিয়েছেন। এটা ঠিক নয়। যদিও আমরা তাঁদের কথা ভেবে সকলকেই ভ্যাকসিন দিয়েছি। অন্যদিকে সাধারন মানুষকে পঞ্চায়েতে পাঠানোর কথা স্বীকার করে নিয়ে অজয় মোহান্তি বলেন আমরা প্রথম থেকেই তৃণমূলের বিরুদ্ধে ভ্যাকসিন দুর্নীতির অভিযোগ এনেছি। আমি বিজেপির সদস্য বলে আমাকে প্রতিদিন অল্প সংখ্যক কুপন দেওয়া হয়। এতদিনে আমাকে সবথেকে বেশী একদিন মাত্র ২০টি কুপন দেওয়া হয়েছিল। অথচ পঞ্চায়েতে গেলে আমার এলাকার মানুষকে বলা হচ্ছে আমার কাছ থেকে কুপন নিয়ে যেতে। আমি তাই আজ সত্যিটা জানার জন্য সকলকে পঞ্চায়েতে পাঠিয়েছিলাম। এবার দেখুন সকলেরই ভ্যাকসিনটা কিন্তু আজ হয়ে গেলো। এবার বলুন পর্যাপ্ত পরিমানে ভ্যাকসিন না থাকলে কিভাবে অতগুলি মানুষকে ভ্যাকসিন দেওয়া হলো!