এই মুহূর্তে জেলা

সাঁকরাইলে জাল নোটের হদিস। গ্রেফতার ২।

হাওড়া, ২৪ অক্টোবর:- কয়েক হাজার টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল হাওড়ার সাঁকরাইল থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আন্দুল রোডের চুনাভাটি থেকে এদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছ থেকে প্রায় ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। তবে, তদন্তের স্বার্থেই পুলিশ দুজনের নাম জানাতে চায়নি। পুলিশ জানিয়েছে, ধৃত দু’জনেই হাওড়ার সাঁকরাইল থানা এলাকার বাসিন্দা। শনিবার গভীর রাতে জাল নোট সহ তারা চুনাভাটি এলাকায় জড়ো হয়েছিল। গোপন সূত্রে পুলিশ জানতে পারে তাদের কাছে জাল নোট আছে।

সেইমতো সাঁকরাইল থানার পুলিশের একটি দল নির্দিষ্ট জায়গায় সময়মতো পৌঁছে যায়। দু’জনকে হাতেনাতে আটক করা হয়। এরপর শুরু হয় তল্লাশি। তল্লাশির সময় তাদের কাছ থেকে উদ্ধার হয় ১০০ টাকার নোটের মোট ২৮ হাজার টাকা। এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে। ধৃতদের সঙ্গে জাল নোট কারবার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে বলে মনে করছে পুলিশ। এরা কোথা থেকে এই জাল নোট পেল, কোথায় নিয়ে যাবার পরিকল্পনা তারা করছিল তা জানার চেষ্টা করা হচ্ছে। মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।