ত্রিপুরা, ২৩ অক্টোবর:- আগরতলায় গতকাল প্রচার কাজ করার সময় আমতলীতে হেনস্থার স্বীকার হন তৃনমূল সংসদ সুস্মিতা দেব। তার প্রচার গাড়ি ভাঙচুর করা হয়। মারধর করা হয় সাংসদকেও। ত্রিপুরা তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির সদস্য মামুন খান গুরুতর ভাবে যখম হয়ে এই মুহূর্তে আগরতলার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার তীব্র নিন্দার ঝড় আছড়ে পরে শনিবার।এদিন তৃনমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় খরদার নির্বাচনী জনসভা থেকে গতকালকের ঘটনাকে “বর্বরোচিত” বলে ভৎসনা করেন,তিনি আরো বলেন “বিপলব দেবের দিন শেষ হয়ে এসেছে”।
এদিন সকালেই আগরতলা পুলিশ হেডকোয়ার্টার এ গিয়ে একটি অভিযোগ পত্র জমা দেওয়া হয় তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে। প্রতিনিধি দলে ছিলেন সংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা স্টিয়ারিং কমিটির আহবায়ক সুবল ভৌমিক, যুব তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির আহবায়ক বাপটু চক্রবর্তী, পশ্চিম বঙ্গের আইন মন্ত্রী মলয় ঘটক, চিকিৎসক সংসদ শান্তনু সেন। বিকেলে জীবী হাসপাতালের সামনে এক প্রতিবাদী সভার ডাক দেওয়া হয়।এই ঘটনার জেরে আসন্ন ত্রিপুরা পুর নির্বাচনে তৃনমূল কংগ্রেস যে বাড়তি মাইলেজ পেয়ে গেল এমনটা মনে করেন রাজনীতির কারবারিরা।