সুদীপ দাস, ২২ অক্টোবর:- দূর্গা পূজার দশমীর দিন নৈনিতাল ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় চুঁচুড়ার উত্তর গোরস্থান উত্তরায়নের বাসিন্দা দীপান্বিতা বন্দ্যোপাধ্যায়, তাঁর মা অসীমা বন্দ্যোপাধ্যায়, স্বামী সুমন চক্রবর্তী এবং শাশুড়ি টুলটুল চক্রবর্তী সহ আরো তিনজন । যদিও নৈনিতাল পৌঁছতে পারলেও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৌশানি যাওয়ার পথেই আটকে যায় তারা। মাঝরাস্তায় বিপর্যয়ের কারণে দীপান্বিতা তার বাবা বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করতে পারে না।এরপর মিডিয়ায় খবর দেখে স্তম্ভিত হয়ে পরেন দীপান্বীতার বাবা বাসুদেন বন্দ্যোপাধ্যায়। তারপরেই বাসুদেব বাবু দীপান্বিতার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করলেও কোনমতেই যোগাযোগ করতে পারছিলেন না।
বাসুদেববাবুর দুশ্চিন্তায় প্রহর কাটানো শুরু হয়। যদিও আজ সকালে মেয়ের সঙ্গে যোগাযোগ হাওয়ায় কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছেন বাসুদেব বাবু। শুক্রবার সকালে বাসুদেববাবুকে মেয়ে জানান প্রাকৃতিক বিপর্যয় কিছুটা কমেছে। তবে ১৫ কিমি উঁচু পাহাড় থেকে পায়ে হেঁটে নীচে নামতে হবে। কারন পাহারি সেই রাস্তার বিভিন্ন অংশে ধস নেমে সরু হয়ে গেছে। সেই সংকীর্ণ রাস্তা দিয়ে গাড়ির বদলে পায়ে হেঁটে নামাই অনেকটা ঝুঁকিহীন। নীচে নেমে আসার পর হয়তো বিপদমুক্ত বলা যেতে পারে। আপাতত পরিবারের ঘরে ফিরে আসার দিকেই তাঁকিয়ে রয়েছেন বাসুদেবাবু। এই পরিবারের পাশে রয়েছেন স্থানীয় বাসিন্দারাও।